বিশেষ প্রতিনিধি-
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন এর আয়োজনে সংগঠনে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সভাপূর্বে র্যালি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক জাফর আহম্মদ তালুকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনে খাগড়াছড়ি জেলার সভাপতি মোঃ আব্দুল মান্নান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামছুল ইসলাম তপন, সহসম্পাদক, মোঃ মিঠু সাংগঠনিক সম্পাদক, মাহবুব আলম সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃত্ব।
এসময় বক্তাগণ বলেন ফিলিস্তিনসহ বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে, ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সব বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং জাতিসংঘ, আমেরিকার, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের মুসলিম উম্মাহ কে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
সভাপতি বাংলাদেশ সহ বিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের ন্যায়সংগত সংগ্রামের প্রতিটি বিবেকবান মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।