মিঠাপুকরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মিঠাপুকুর প্রতিনিধি মোঃ ফিরু মিয়াঃ- রংপুরের মিঠাপুকুর উপজেলায় আগমী ৭ই জানুয়ারী-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে জেলা প্রশাসন আয়োজন করেন। এসময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার রহমান,সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন ও নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সহ প্রমূখ। এসময় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নানাবিধ বিষয়ে অবগত করা হয়।