Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 শহিদের কথাশহিদের কথা – নারী জাগ্রত
আল হেরা মাহমুদুল হাসান লিমন, নরসিংদী জেলা প্রতিনিধি
আপডেট সময় :
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
১৩৯
বার পঠিত
শহিদের কথা ✍️:- শাহাদাত ভূইয়া
একটি গোলাপ কিংবা একটি ফুলের তোড়া নিয়ে আমায় কী তোমরা সত্যি শ্রদ্ধা করিতে এসেছো, রাস্তায় নেমে দলে দলে রেলি করে সত্যি কী তোমরা আমাকে স্বরণ করছো?
আমি প্রশ্ন করি পারলে উত্তর দেও একুশ আসলেই তোমরা মোদের গান গাও,বাকি এগারো মাস তোমরা যাও কেনো আমাদের ভুলিয়া ?
পারলে ফিরে যেতে পারতাম মায়ের কোলে,রাজ পথে জীবন না বিলিয়ে, শুধু তোমাদের জন্যে প্রাণ দিলাম হাসি মুখে, তোমাদের মোরা বাংলা ভাষা উপহার দিয়ে যাবো বলে।
রক্তে রঞ্জিত করিলাম মহানগরীর রাজপথ,কারণ তোমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিব বলে,আমরা তোমাদের একটি বাংলাদেশ দিব বলে ছাত্র জীবনেই মৃত্যু কে আপন করে নিয়েছিলাম।
তোমরা সকালে ফুল দিয়ে বিকেলে ভুলে যাও আমাকে,কিছু ছবি তুলে সবাই কে দেখিয়ে স্বরণ কর মোদের।
গোলামি থেকে মুক্ত করে তোমাদের
খুলা আকাশে উড়ানোর জন্য দেইনি কোনো উট কিংবা গরু কুরবানী, দিয়েছি তো তোমাদের জন্যে মোদের
জীবন কুরবানী, ফুল না দিতে পারিলেও তোমার দোয়ার মাঝে আমার নাম রাখিও একটু খানি।