রূপসায় এ্যমফিটামিন যুক্ত ইয়াবা কারবারি গ্রেফতার।
জেলা প্রতিনিধি খুলনা
খুলনা জেলা এর রূপসা উপজেলার নৈহাটি গ্রামের কর্ণপুর মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মোঃ আব্দুল হাই (৩৭) নামে এক মাদক বিক্রেতা কে ৭০ পিস এ্যমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আব্দুল হাই খুলনা জেলার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্ৰামস্থ মোঃ আঃ মান্নানের ছেলে। এজাহার সূত্রে জানাযায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনজুরুল বাশার, শাহাজাদা, শরিফুল ইসলাম, হালিমুজ্জামান, ও সুদেব কুন্ডু সহ অভিযান পরিচালনা করেন।অভিযান কারি দল ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ফকিরহাট খুলনা বাইপাস সড়ক হয়ে রূপসার দিকে আসতেছে।উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানকারী দলটি নৈহাটি ইউনিয়ন কাউন্সিল মোড়ে অবস্থান করে এবং আসামির মোটরসাইকেল গতিরোধ করে তাকে ধৃত করেন।জান্নাতি ষ্টোর সামনে আসামির দেহ ও মটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের টুলবক্সের মধ্যে থাকা সাদা জীপারযুক্ত পলিথিন প্যাকেটের মধ্যে থাকা ৭০ পিস এ্যমফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ বিষয়ে পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আসামীর বিরুদ্ধে রূপসা থানায় এজাহার দায়ের করেন।