রাত পোহালেই দ্বিতীয় ধাপের ভোট,জনপ্রিয়তা ও জনমতে হাজী শামীম আহমদ এগিয়ে
আবু জাফর দোলন(কোম্পানীগঞ্জ প্রতিনিধি): দীর্ঘ এক মাসের নির্বাচনী প্রচারণা শেষে আগামীকাল ২১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ।সব কিছু ঠিকঠাক থাকলে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ইতিমধ্যেই উপজেলা প্রশাসন ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করছেন।
ভোটের প্রচার প্রচারণায় তুমুল উত্তেজনা পরিলক্ষিত হলেও কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচার সম্পন্ন করেছেন।এখন অপেক্ষার পালা আগামীকালের জন্য।
এবারের উপজেলা নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম মোটর সাইকেল প্রতিক,মো: মজির উদ্দিন আনারস প্রতিক,এবং ঘোড়া প্রতিকে ব্যবসায়ী মশাহিদ আলী।
বিভিন্ন এলাকায় ভোটারদের আলোপ আলোচনায় জানা গেছে,মুলত হাজী শামীম আহমদ এর মোটর সাইকেল ও মো:মজির উদ্দিন এর আনারস প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছেন।তবে নির্বাচনী মাঠে মজির উদ্দিন নবীন ও অপরিচিত হওয়ায় জয়ের পাল্লা বর্তমান চেয়ারম্যান হাজী শামীম আহমদ দিকেই ঝুকে আছে।
এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ ২০ মে প্রচার প্রচারণা বন্ধ থাকলেও ইতিমধ্যেই ফেসবুক লাইভে এসে হাজী শামীম আহমদ শামীম ভোটারদের প্রতি তার উপর আস্তা রেখে পুনরায় নির্বাচিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে,সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ টি ইউনিয়ন এর এবারের উপজেলা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় এক লাখ চব্বিশ হাজার।