শার্শা থানাধীন বাগাআচরা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ৭৪বোতল মাদকদ্রব্য সহ গ্রেফতার ১
বৃস্পতিবার (১৯/১০/২৩) তারিখে দুপুর ১১:৪৫ ঘটিকায় বাগঅাঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত এসআই (নিঃ) মোঃআলহাজ আলী, এএসআই (নিঃ) আবেদুল ইসলাম,এএসআই (নিঃ)আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি চৌকাস টিম এর গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালোনা করে চালিতা বাড়িয়া গ্রামে আঃ রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃজামাল দেওয়ান (৪৮) কে ৭৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে (যার মূল্য ২ লক্ষ ৯৬ হাজার টাকা মাএ) – এ সময় তার সঙ্গেথাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়
আসামির নাম ও ঠিকানা
ধৃত আসামি জামাল দেওয়ান, (৪৮)পিতা মৃত -সামাদ দেওয়ান,সাং-পয়সা গ্রাম, থানা-লোহজং জেলা -মুন্সিগঞ্জ এবং পলাতক আসামি মোঃহানিফ মোড়ল (৪২), পিতা-মৃত আমির চান মোড়ল,সাং- রুদ্রপুর থানা -শার্শা
জেলা -যশোর
পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান চলমান আছে।এ সংক্রান্তের উক্ত থানায় মামলা দায়ের করা হয়েছে