এ উপলক্ষে গণতন্ত্রী পার্টির উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল, ঢাকায় এক স্মরণ সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মদ, খায়রুল আলম, এডভোকেট ফুয়াদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, মিরাজুল ইসলাম জামান, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, কামরুল ইসলাম, আবুল শাদীদ আহমেদ (সাদী), সৈয়দ আলতাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, এ কে এম শহীদুল্লাহ প্রমুখ।
বক্তাগণ বলেন, আহমদুল কবির এদেশের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর মালিকানায় পরিচালিত দৈনিক সংবাদ পত্রিকা সকল প্রগতিশীল আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেন। বক্তাগণ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১.০০ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।