আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দুইবারের উপজেলা চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি।শফিকুল ইসলাম শফি দলীয় মনোনয়ন নিয়ে তাহার নির্বাচনী এলাকা উল্লাপাড়া সলঙ্গার অভিমুখে রওনা দিয়েছেন শুনে শত শত গাড়ির বহর নিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য পাঁচিলা বাজার হাটিকুমরুল গোল চত্বর সহ বিভিন্ন জায়গায় হাজির হন নেতা কর্মীরা । সাধারণ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আবেগঘন মুহূর্ত। উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানায় আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি সব সময়ই তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। নেতাকর্মীর বিপদে আপদে ছুটে গিয়েছেন তিনি। এজন্যই নেতাকর্মীদের মাঝে এত আনন্দ উৎসাহ দেখা দিয়েছে।গাড়ি বহর সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন।বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশ দেন।তিনি আরো বলেন আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে চাই।