নিজস্ব প্রতিবেদক, দৈনিক নারী জাগ্রত ডেস্কঃ
২৭ নভেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ মোঃ শাহিনুর রহমান, এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৯.২০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১২নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামস্থ যশোর টু নড়াইল গামী মহাসড়কের উত্তরপার্শ্বে মোঃ মোশারফ হোসেন(৬০), পিতা-মৃত ওমর আলী সরদার এর তিনতলা বিশিষ্ট বসত বাড়ী হইতে আসামী ১। মোঃ ওলিয়ার রহমান(৩৫), পিতা-মৃত আমজাদ আলী মন্ডল, সাং-দয়াপুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ, এ/পি সাং-হামিদপুর, মোশারফ হোসেন(৬০), পিতা-মৃত ওরম আলী সরদার এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোঃ তাইজুল ইসলাম রাজন(২৪), পিতা-মোঃ তরিকুল ইসলাম, সাং-পূর্ব বারান্দীপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ৩। মোছাঃ সুমি আক্তার(২২), পিতা-হালিম চাকলাদার, স্বামী-মোঃ ওলিয়ার রহমান, সাং-চরকগাছি, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি সাং-হামিদপুর, মোশারফ হোসেন(৬০), পিতা-মৃত ওরম আলী সরদার এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ১,২০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।