নিচ্ছিদ্র নিরাপত্তায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা- ষষ্ঠী উৎসব
নড়াইলে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ষষ্ঠী উৎসব থেকেই জেলার সকল পুলিশ সদস্য একযোগে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। এ বছর নড়াইল জেলায় মোট ৫৪৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হচ্ছে। নড়াইল জেলা পুলিশ হাতে নিয়েছে বহুমাত্রিক মাল্টি-লেয়ারড নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যসহ আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। বেশিরভাগ পূজামণ্ডপে সিসিটিভি লাগানো হয়েছে । এছাড়া সর্বস্তরের জনগণ যাতে রাতের বেলায়ও নির্বিঘ্নে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারে সেজন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশসহ অন্যান্য শাখার পুলিশ সার্বক্ষণিক নজরদারিসহ টহল ডিউটি পালন করছে।