নওগাঁ ৪- মান্দা আসনে ৬ জন প্রার্থী বৈধ ও চারজন প্রার্থীর প্রার্থিতা বাতিল
নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিভিন্ন অসঙ্গতির কারণে চারজন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে এবং ৬ জন প্রার্থীর কোন ত্রুটি না থাকায় বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা এর সভা কক্ষে বেলা ১২টায় মনোনয়ন পত্রের যাচাই-বাছায় কার্যক্রম শুরু হয়।
এছাড়া মনোনয়ন ফরমে কোনো ত্রুটি না থাকায়
স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক,আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম ব্রুহানী সুলতান মামুদ (গামা),জাকের পার্টির প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফ হোসেন,বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুর রহমানকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
মনোনয়ন ফরম বাতিলকৃত প্রার্থীরা হলেন-মোঃ সামাদ প্রামাণিক,মোঃ কামাল পারভেজ মোঃ আফজাল হোসেন,মোঃ জিয়াউল হক।