Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আকর্ষণীয় ছাড় দিয়ে প্রসংশায় ভাসছে মাহমুদ সুন্নাহঘর আকর্ষণীয় ছাড় দিয়ে প্রসংশায় ভাসছে মাহমুদ সুন্নাহঘর – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

আকর্ষণীয় ছাড় দিয়ে প্রসংশায় ভাসছে মাহমুদ সুন্নাহঘর

নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

আকর্ষণীয় ছাড় দিয়ে প্রসংশায় ভাসছে মাহমুদ সুন্নাহঘর

নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

মাহমুদ সু্নাহঘর হচ্ছে সুন্নাহ সামগ্রীর এক আদর্শ সমাহার। মুসলিম জাহানের মহানায়ক সর্বশেষ নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে নবীজির ( সা:) এর সুন্নতকে জীবিত রাখার লক্ষ্য অনলাইন ও অফলাইন ভিত্তিক প্লাটফর্ম মাহমুদ সুন্নাহঘর।

মাহমুদ সুন্নাহঘরে পাচ্ছেন দেশী ভিআইপি শাল, মহিলাদের ভিআইপি শাল,আফগান পাগড়ি, কাশ্মীরী রুমাল,মধু,ঘি,হুডি, আতর, টুপি,মিসওয়াক ইত্যাদি সুন্নাহ সামগ্রী মাহমুদ সুন্নাহঘরে বিশাল ছাড়ে স্বল্প মূল্যে মানসম্মত পন্যের ঠিকানা।
মাহমুদ সুন্নাহঘর সম্পর্কে একজন আলেম সাহেবের রিভিউ সিলেট নয়াসরক মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কুতুবউদ্দিন হুজুর বলেছেন এমন উদ্যোগ প্রশংসনীয়। স্বাগতম এ ধরনের অনলাইন ও অফলাইন ভিত্তিক প্লাটফর্মে। আমি এই সুন্নাহঘর থেকে একটি শাল নিয়েছি, নিয়ে যাচাই-বাছাই করেছি।আমি ঠিকঠাক মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা মাহমুদ সুন্নাহঘর থেকে বিশ্বাসের সহিত বিশ্বস্ততায় নিতে পারেন।

মাহমুদ সুন্নাহঘর সম্পর্কে কাষ্টমারের রিভিউ আহমদ কয়েছ আহমদীর রিভিউ মাহমুদ সুন্নাহঘর এর পরিচালক আমার মায়ার ভাতিজা মাহমুদুল হাসানের কাছ থেকে দেশীয় শাল নিয়েছি আমার আম্মার জন্য, প্রোডাক্ট এর কোয়ালিটি ঠিকমতো পেয়েছি,খুবই ভালো মানের মহিলা শাল দিয়েছে মাহমুদ সুন্নাহঘর। শালটি আরামদায়ক ও মানসম্মত দেশীয় শালটি আমি স্নল্প মূল্যে ক্রয় করেছি। আপনারা মাহমুদ সুন্নাহঘর থেকে সকল সুন্নাহ সামগ্রী ক্রয় করলে আপনারা টকবেন না এবং প্রতারিত হবেন না।

মাহমুদ সুন্নাহঘর সম্পর্কে আরেকজন কাস্টমারের রিভিউ হাফিজ আসরাফ আলী আলবাব বলেছেন মাহমুদ সুন্নাহঘর থেকে আমি একটি দেশীয় শাল নিয়েছিলাম।মাহমুদ সুন্নাহঘর যে-ভাবে বলেছিলো তার চেয়ে আরো বহুগুণ কোয়ালিটির শাল পেয়েছি, শালটি খুবই আরামদায়ক ও কোয়ালিটি সম্পন্ন।
কাস্টমারের মূল্যবান রিভিউ দেখে সুন্নাহঘরের পরিচালক মাহমুদ বিন মান উল্লাহ বলেছেন এভাবে প্রতিদিন সুন্দর সুন্দর রিভিউ দিয়ে যাচ্ছেন সম্মানিত কাস্টমাররা।
তিনি আরোও জানান এভাবে আরো অনেকেই মেজেসে, ভয়জে,অনলাইন ও অফলাইনে মূল্যেবান রিভিউ দিয়ে যাচ্ছেন সম্মানিত কাস্টমাররা।
আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মাহমুদ বিন মান উল্লাহ।
সম্মানিত পরিচালক মাহমুদ সুন্নাহঘর।
মুঠোফোন নাম্বারঃ- ০১৭৩৬৬৯৫৩১২

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর