মোছাঃ রহিমা খানম সুমি , নিজস্ব প্রতিবেদক নড়াইল
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর) বার্ষরিক কালী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপ্পী আয়োজিত অনুষ্ঠানের ২ দিন কবি গান অনুষ্ঠিত হবে। রুখালী সার্বজনীন বারোয়ারী মন্দির কমিটির সভাপতি বাবু প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূজা ও কবি গানের সার্বিক তত্বাবধানে ছিলেন ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী।
রুখালী গ্রামের এই জাগ্রত মন্দিরকে ঘিরে অনেক আস্তা বিশ্বাস রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। তাই তো দূর দুরান্ত থেকে হাজারো ধর্ম প্রান ভক্ত বৃন্দ তাদের মনোবাসনা পূর্ণ করতে ছুটে আসেন মন্দির প্রাঙ্গনে। এক- শত আট টি কালী প্রতিমায় পূজা করা হয় এই মন্দিরে। সারি সারি প্রতিমা ও কবিগানের আসর কে কেন্দ্র করে গ্রামীন মেলা হয় মন্দির চত্বরে। জেলা শহরের গন্ডি পার করে যশোর, খুলনা, মাগুরা সহ পার্শবর্তী দেশ ভারত থেকে ছুটে আসে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পূজা ও কবি গান শুনতে আসা খলশেখালী গ্রামের উৎপল বিশ্বাস বলেন, রুখালী গ্রামের কবি গান শত বছরের ঐতিহ্য। এই মাঠে কবিয়াল অসিম সরকার গান গেয়ে গেছেন। আমি বছর গান শুনতে যাই। কবি গান গ্রাম বাংলার একটি জনপ্রিয় গান বলে আমি মনে করি।
ভারত থেকে আসা পবিত্র ভট্টাচার্য বলেন, আমি এই কবি গানে আসার কারনে আগে থেকে পাসপোর্ট রেডি করে রেখেছিলাম। এই দিনটাকে ঘিরে অনেক চেনা মুখের সাথে দেখা হয়। অনেক আগে ভারতে চলে গেছি। গ্রামে এত ভাল অনুষ্ঠান দূর থেকে দেখি মোবাইলে । আজ সরাসরি দেখছি।
বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক বলেন, রুখালী গ্রামের কবি গান অনেক পুরাতন। এলাকার ঐতিহ্য ধরে রেখেছে এই কবি গান। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীদের সমাগম হয়।মানুষের এই সমাগম দেখে আমাদের মন ভরে যায়।
রুখালী সার্বজনীন বারোয়ারী মন্দির কমিটির সভাপতি বাবু প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, শত বছরের এই মন্দিরে অনেক ভক্ত বৃন্দের সমাগম হয়। এখানে ভক্ত বৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ করতে মানত করেন। অনেকে এই অনুষ্ঠানে অর্থ সহায়তা করেন। সকলের প্রচেষ্টায় দীর্ঘ দিন ধরে আমরা এই অনুষ্ঠান করছি। আশা রাখছি আমাদের পর ভবিষ্যৎ প্রজন্ম এই অনুষ্ঠান ধরে রাখবে।