রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় তৈরী ০১ টি ওয়ান শুটার গান সহ ০১ জন আসামী গ্রেফতার।
আশিক হাসান সীমান্ত, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইফতেখারুল আলম প্রধান স্যারের নেতৃত্বে এসআই মোঃ কামরুজ্জামান শিকদার, বিপি-৭৫৯৫০১১৬২৬, সাব-ইন্সপেক্টর (নিঃ), খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, রাজবাড়ী সঙ্গীয় এসআই মোঃ কামরুল হাসান, রাজবাড়ী থানা, রাজবাড়ী অভিযান পরিচালনা করিয়া অস্ত্রধারী আসামী ১। মোঃ শহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৭), পিতাঃ সোহরাব শেখ, সাং-গোপালবাড়ী, থানা ও জেলা-রাজবাড়ীকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ তেলঘাট এলাকা হইতে দেশীয় তৈরী ০১ টি ওয়ান শুটার গান সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইল।