সিরাজগঞ্জ জেলা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরন প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬’ডিসেম্বর)সন্ধ্যায় ৬টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ,সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, এস. এম মতিয়ার রহমান
বিশেষ অতিথিঃ ২নং বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক, মোঃ ইউসুফ আলী।
হরিণা বাগবাটী বালিকা উচ্চ বিদ্যালয় এর ,প্রধান শিক্ষক, মোঃ রফিকুল ইসলাম। আর,আই,এম ডিগ্রি কলেজ
এর প্রভাষক(অর্থনীতি বিভাগ) শাহাদত খান। ২নং বাগবাটী ইউনিয়ন ছাত্রলীগ, সভাপতি, আরিফুল ইসলাম আরিফ। দৈনিক সরজেমিন এর জেলা রিপোর্টার শাহীন খান। দৈনিক ভোরের সময় এর জেলা প্রতিনিধি রুবেল আহমেদ। দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম। ২নং বাগবাটী ইউনিয়ন বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক প্রতিরোধ কমিটি,সভাপতি
ফজুল হক দুঃখ মিয়া, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আসলাম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিরাজগঞ্জ জেলা বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও দৈনিক বাংলাদেশ দিনকাল এর স্টাফ রিপোর্টার মোঃ রাকিবুল ইসলাম।