নবীগঞ্জ থানার কান্দিগাঁও(টিলা বাড়ী) ১৬শ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন থানা পুলিশ।
আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলা বাড়ী) গ্রাম থেকে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামী নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলা বাড়ী) গ্রামের মৃত আমজদ আলীর পুত্র লিটন মিয়া (৩৫)কে তার নিজ বাড়ি থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী’র দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস.আই স্বাধীন চন্দ্র তালুকদার ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানার একটি ৮_১২_২০২৩ইংরেজী, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ১০ (ক) এর একটি ৩নং মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী লিটন মিয়াকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।