Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মান্দায় সরিষা চাষীর মুখে হাসি ফুটে উঠেছে মান্দায় সরিষা চাষীর মুখে হাসি ফুটে উঠেছে – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মান্দায় সরিষা চাষীর মুখে হাসি ফুটে উঠেছে

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মান্দায় সরিষা চাষীর মুখে হাসি ফুটে উঠেছে।

মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি

নওগাঁর মান্দায় কৃষকেররা আমন ধান কাটা মাড়াই শেষ করেই এবার বোরো রোপনের আগে আগাম জাতের সরিষা চাষ করছে ব্যাপকভাবে। গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছেন। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় সরিষার ফুলে ফুলে মাঠ হলুদ বর্ণ ধারণ করে মিষ্টি গন্ধ ছড়াতে শুরু করেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে দিগন্ত জোড়া মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষিরা অনেক খুশি।

এ বিষয়ে প্রসাপুর ইউনিয়নের গ্রামের কৃষক মোঃ রমেজ আলী সরদার বলেন, আমি ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। গত বছর সরিষা আবাদ করে ভাল লাভবান হয়েছিলাম। ইচ্ছা করলেই আলু আবাদ করতাম। এ কারনে এবারেও চলতি মৌসুমে লাভের আশায় সরিষা আবাদ করেছি। ফলনও বেশ ভাল হয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চলতি রবি মৌসুমে এ উপজেলায় সরিষার আবাদ হয়েছে ৪৩০০ হেক্টর জমিতে বারি-১৪, ১৩১৫ হেক্টর জমিতে টরি-৭ এবং ৮৫ হেক্টর জমিতে বারি-৯ জাতের মোট ৫৭০০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সীমা কর্মকার বলেন, বর্তমানে চলতি মৌসুমে সরিষার এ পর্যন্ত ৫৭০০ হেক্টর জমিতে আবাদ শুরু হয়েছে। আমাদের ৯১০০ হেক্টর জমিতে চাষের জন্য টার্গেট রয়েছে। আমরা প্রণোদনা পূর্ণবাসনে বিনামূল্যে ৪৮০০ জন কৃষককে সরিষার বীজ ও সার দিয়েছি। পাশাপাশি আমরা প্রতিনিয়ত ভাল ফলনের লক্ষ্যে মাঠে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আশা করছি সরিষার যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা পূরণ করতে পারব।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর