কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ন্যাশনাল প্রেস সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।আজ দশ (১০) ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, সারা বিশ্বের ন্যায় এই দিনটি যথাযথ মর্যাদায় ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)এর চেয়ারম্যান মোঃ মাহাবুবুল ইসলাম এর নির্দেশে পালন করা হয়েছে।
সকাল ১০.৩০ মিনিটে অফিস কার্যালয়ে উপজেলা শাখার সভাপতির উপস্থিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল শেষে আলোচনা শুরু করা হয়, আলোচনা সভায় বক্তব্য রাখেন এনপিএস এর সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম,সহ সভাপতি সুজন মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীর, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান সহ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন।সব শেষে প্রিতি ভোজের আয়োজন করা হয়, গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।