সাংবাদিক সাইফুল ইসলামের চাচা শওকত আলীর মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির শোক।
স্টাফ রিপোর্টার- ★দৈনিক নারী জাগ্রত★
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও চাঁদনী মিডিয়া গ্রুপ লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের চাচা বিশিষ্ট সমাজসেবক মো. শওকত আলী আর নেই। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন” । রোববার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এদিকে সাংবাদিক সাইফুল ইসলামের চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন “বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি” কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।