নরসিংদীতে মাদ্রাসা শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
মাহমুদুল হাসান লিমন,নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী জেলার মনোহরদী থানাধীন আসাদ নগর অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদ নগর ডি এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সকল শিক্ষার্থীদের শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা শামসুল হক হুজুর।
দীর্ঘদিন চাকরি জীবন শেষ করে বিদায়ী শুভেচ্ছা গ্রহণ করছেন,এ সময় শুভেচ্ছা জানান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোঃ আমিরুল ইসলাম (শফী) হুজুর, এবং মাদ্রাসার সভাপতি ও চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রউফ হিরন এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরিশেষে মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোঃ আমিরুল ইসলাম ( শফী) হুজুর এর দোয়া শেষে সকলে হুজুরের জন্য দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তি কামনা করেন।