চুনতি পুলিশ ফাঁড়িতে যোগদান করলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলা উদ্দিন
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার অন্তর্গত চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন। গত ১ ডিসেম্বর এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। ইতিপূর্বে তিনি সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় দীর্ঘদিন দক্ষতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করেন। পরবর্তীতে চট্টগ্রাম রেঞ্জের জেলা পুলিশ লাইন কর্তৃক চুনতি পুলিশ ফাঁড়িতে যোগদান করেন তিনি।
জানা যায়, মোঃ আলাউদ্দিন ২০১২ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন ২০২৩ সালে পুলিশ পরিদর্শক হিসেবে তার পদোন্নতি হয়। পেশাগত জীবনে তিনি একজন চৌকষ একজন অফিসার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, “আমার দায়িত্বাধীন এলাকায় মাদক, সন্ত্রাস সহ সকল ধরণের অপরাধমূলক কর্মকান্ড ও নাশকতা নির্মুল করার জন্য আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব।” এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।