লোহাগাড়ায় ধান মাড়াই মেশিনে শাড়ি পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
নুরুল কবির বিশেষ প্রতিনিধি
লোহাগাড়ায় ধান মাড়াই করার মেশিনে অসাবধানতাবসত শাড়ি পেঁচিয়ে মেশিনের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উজির ভিটা এলাকার আলী আহমদ মাস্টার পাড়ায় দিলু আরা বেগম ৬৫ নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত দিলু আরা বেগম ওই এলাকার মরহুম খাইর আহমেদের স্ত্রী ও ৫ ছেলে ১ মেয়ের জননী।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর বলেন, সকালে ধান মাড়াই করার সময় হঠাৎ অসাবধানতাবসত ধান মাড়াই মেশিনের পাখায় শাড়ির আঁচল জড়িয়ে গেলে মেশিনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় গৃহবধূ দিলু আরা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাসুরের ছেলে সরওয়ার কামাল খোকন বলেন, সকালে ধান মাড়াই করার সময় চাচিকে কাজ করতে নিষেধ করা সত্ত্বেও তিনি সহযোগিতা করে যাচ্ছিলেন।
এক পর্যায়ে অসাবধানতাবসত ধান মাড়াই মেশিনের পাখায় শাড়ির আঁচল জড়িয়ে গেলে মেশিনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বাদ জুমা নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।