সাতকানিয়ায় অবৈধ দখলমুক্ত সেই কানুপুকুরে সাঁতার প্রতিযোগিতা
নুরুল কবির বিশেষ প্রতিনিধি
সাতকানিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে অবৈধ দখল থেকে উদ্ধারকৃত সরকারি কানুপুকুরে মহাসমারোহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৯ কোটি টাকা মূল্যের ঐতিহাসিক কানুপুকুর সম্প্রতি উদ্ধার করেছে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস।
এবার সেই পুকুরে উপজেলা প্রশাসন আয়োজন করেছে সাঁতার প্রতিযোগিতা।
শুক্রবার ১৫ ডিসেম্বর সকালে আয়োজিত সাঁতার প্রতিযোগিতা ক ও খ দুটি গ্রুপে উন্মুক্ত ছিলো সকলের জন্য। এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।