আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন।
বিশেষ প্রতিনিধি ★দৈনিক নারী জাগ্রত★
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জিত হয়। মহান বিজয় দিবসে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আমরা “মুক্তিযোদ্ধার সন্তান” জাজিরা উপজেলা কমিটির সদস্যরা। সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ নুরুল আমিন বুলেট আমাদের প্রতিনিধিকে বলেন, অসংখ্য শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মাহুতি আর বীরাঙ্গনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করাটা আমাদের কর্তব্য। আজকের এই বিজয়ের দিনে আমরা শ্রদ্ধাভরে তাদের স্বরন করছি। আজীবন কৃতজ্ঞতা থাকবে তাদের জন্য।