Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

নড়াইলে চাঞ্চল্যকর পায়ের রগ কাটা মামলার আসামি গ্রেফতার। 

মোছাঃ রহিমা খানম সুমি, নিজস্ব প্রতিবেদক নড়াইল 

নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোহাম্মদ শেখ এর ছেলে আরিয়ান মন্ডল(১৬)কে গত ০৫/১২/২০২৩ তারিখ বেলা ১৩ঃ৩০ ঘটিকার সময় আসামি তুষার শেখ, রয়েল শেখ, রুমানা পারভীন কেয়া, নিশি ও এস এম পলাশগণ বাড়ি থেকে তাকে অপহরণ করে। তারা ভিকটিম আরিয়ানকে নড়াইল টু গোবরা সড়কের মাঝামাঝি কাড়ার বিলে বরেন্দার বটতলা টু মুলিয়াগামী পাকা রাস্তার পাশে জনৈক মুক্ত এর ঘেরের পাড়ে নিয়ে যায়। এরপর সেখানে আসামি তুষার শেখ ফোনের মাধ্যমে মুকুলকে ডেকে আনেন। পরে মোস্তাইন হাবিব এলান নামে আরেকজন সহযোগী সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে তারা সকলে মিলে ভিকটিম আরিয়ানকে চিরতরে পঙ্গু করার উদ্দেশ্যে ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়, ডান পায়ের দাপনার শিরা ও মাংস কেটে দেয়। আসামিদের উপর্যুপরি কোপে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। এই ঘটনায় গত ০৬ ডিসেম্বর ভিকটিমের দাদি মাসুমা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় ০৬ জনকে আসামি করে একটি মামলা রুজু করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় এ মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।

এরই ধারাবাহিকথায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর জেলা গোয়েন্দা শাখা, নড়াইলের অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর নির্দেশনায় ইন্সপেক্টর জনাব মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, এসআই(নিঃ) মোঃ আলী হোসেন, এসআই(নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যশোর জেলার কোতোয়ালি থানার রাজাপুর সাকিনস্থ জনৈক তরিকুল ইসলাম বাবু এর বসতবাড়ি হতে আসামি মোঃ রয়েল শেখ(৩২)কে আটক করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ রয়েল শেখ(৩২) নড়াইল জেলার সদর থানাধীন দক্ষিণ নড়াইলের মোঃ নুর ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ রয়েল শেখ(৩২) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা তৎপর আছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর