মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জেলা রেজিস্ট্রার , সদর সাবরেজিস্টার কর্মকর্তা -কর্মচারী, দলিল লেখক সকল নবীশ ও স্ট্র্যা স্ট্যাম্প ভেন্ডার দের আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকালে শহরে বিজয় শোভা প্রদর্শন করে বিজয় সৌধে সকল বীরশহীদের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসে এসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর -২০২৩ বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে – জেলা রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর আলম, সদর সাব- রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ মন্ডল, সভাপতি মোঃ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক সরকার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন তারা সহ জেলা রেজিস্ট্রার , সদর সাবরেজিস্টারের অন্যান্য কর্মকর্তা -কর্মচারী, দলিল লেখক সকল নবীশ ও স্ট্যাম্প ভেন্ডাররা উপস্থিত ছিলেন।