বাগমারায় নির্বাচনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত।
মোঃ শিমুল হোসেন সজীব,বাগমারা উপজেলা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় নির্বাচনকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রবিবার বেলা ১.৪০ মিনিটের দিকে মাড়িয়া ইউনিয়নের ( তেলিপুকুর) গাঙ্গোপাড়া বাজারে। আহত মাহাবুর রহমান মাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সৈনিক লীগের সভাপতি। মাহাবুর গাঙ্গোপাড়া গ্রামের মৃত মুসলেম উদ্দীনের ছেলে।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে মাহাবুর রহমান ও তাঁর মেয়ে মাহামুদা জানান, তাহেরপুর পৌর এলাকার আব্দুর রাজ্জাক বাবুর নির্দেশে ৬টি মোটরসাইকেলযোগে মুখোশধারী ১০/১২ জন দুস্কৃতকারী পিস্তল ঠেকিয়ে, লোহার রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করে দ্রুত পালিয়ে যায়।
মাহাবুরের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। জরুরি বিভাগ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাগমারা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ফোনে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বাবু জানান, এটা পরিকল্পিত একটা গেম। আমি কোন ভাবেই এর সাথে জড়িত নই।
মুঠোফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, আমি ভিকটিমকে দেখে এসেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।