প্রধানমন্ত্রী একজনকে দিয়েছেন নমিনেশন অন্য জনকে পারমিশন ব্যারিস্টার সুমন।
আজিজুর রহমান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার এলাকার মানুষকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করতে চাই। যারা পরিবেশ নষ্ট করে তাদের থেকে মুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের আগমন উপলক্ষে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি ৪৯টি ব্রিজ বানিয়েছি। হাজার হাজার গাছ লাগিয়েছি। আমার বিশ্বাস আগামী ৩০ বছর ঈগলের মতো করে আমি যে নিশানা ঠিক করেছি তাহা বাস্তবায়ন করতে পারব।
তিনি আরও বলেন,আমি স্বতন্ত্র ঠিকই। কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সোনার বাংলা কারিগর । অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনকে দিয়েছেন নৌকার নমিনেশন আর আমাকে দিয়েছেন স্বতন্ত্র নির্বাচন করার পারমিশন। আমাকে একেবারেই স্বতন্ত্র যেটা বলা হয় সেটি বলা ঠিক হবেনা। এখানে যে যুদ্ধটা হবে, যারা নৌকা নিয়ে দীর্ঘদিন ধরে আছেন তারা যদি জনপ্রিতা হারিয়ে থাকেন তাহলে নৌকা থেকে মাঝিটা বদল হবে। মাঝি দুর্বল বা ঝুকিপূর্ণ হলে সে নৌকায় মানুষ উঠতে চাইবেনা।