সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে খুলনা সাতক্ষীরা মহাসড়ক গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে খুলনা সাতক্ষীরা গামী গাড়ির নম্বার সাতক্ষীরা (জ-১১-০১০৯) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলের ভিতর উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও এলাকার লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন ১/ রাবেয়া (৫০) পিতা শাহাবুদ্দিন সাং পাটগাতি খুলনা ২/সুফিয়া (৪০) পিতা ওসমান সাং ধুপদিপুর কালিগঞ্জ সাতক্ষীরা ৩/শফিকুল (৩৫) পিতা সনদ সমাদ্দার সাং কালিগঞ্জ সাতক্ষীরা ৪/ আসাদুল ইসলাম (৪০) পিতা আশরাফুল সাং মোল্লাপাড়া যশোর ৫/ মনিরুল ইসলাম (৬০) পিতা ওয়াব আলি সাং খলসি ডুমুরিয়া খুলনা ৬/ মাসুম বিল্লাহ পিতা আবুল কাসেম সাং চুকনগর ডুমুরিয়া খুলনা ৭/ আরনি (১৮) পিতা মোহাম্মদ সানি সাং খুলনা ৮/ পলি (৩৯) পিতা মাসুম সাং চুকনগর ডুমুরিয়া খুলনা (৯) মহিবা পিতা মাসুম বিল্লাহ সাং চুকনগর ডুমুরিয়া খুলনা (১০) জোহানি (৭) পিতা মাসুম বিল্লা সাং ডুমুরিয়া খুলনা তাদেরকে বিভিন্ন হাসপাতলে প্রেরণ করা হয়। বাসের ড্রাইভার কে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ করেন ডুমরিয়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পরে আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।