যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শারদীয়
২৩/১০/২০২৩ খ্রিঃ দুপুর ২.০০ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় ।
উক্ত শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সম্মানিত সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর অতিরিক্ত পরিচালক জনাব বিপ্লবী রানী।
এসময় তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে পুনাকের পক্ষ হতে শারদীয় শুভেচ্ছা সামগ্রী তুলে দেন
তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর অন্যান্য নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে আগত সকল সনাতন ধর্মাবলম্বী অতিথিবৃন্দ।