দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ও আওয়ামী লীগের সতন্ত্র পার্থী গোলাম মাহফুজ অবশর চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় অবসর চৌধুরী লোকদের নিয়ে
জয়পুরহাট-২ আসনে ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে নৌকার সমর্থকদের সাথে সতন্ত্র কাচি মার্কার প্রার্থী ও তার সমর্থকেদর নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নৌকার সমর্থকের মধ্যে ৪ জন কর্মী গুরুতর আহত হয়। তবে এদিকে রাত ৯ ঘটিকার সময় জয়পুরহাট সদরে সতন্ত্র পার্থী অবসর ও তার নেতাকর্মীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই সাথে অবসর চৌধুরীর হাত ভেংগেছে, সেই সাথে তার নেতাকর্মীদের উপর হামলা করেছে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এর সমর্থন কারী।।।
এ নিয়ে অবসর এর হয়ে আজ রাত ৯ টা ৩০ মিনিটের দিকে মামলা দায়ের করবেন বলে ঝটিকা মিছিল সহ ডিসি অফিসের অভিমুখী হন।।।
তবে এখনো ঘটনার সত্যতা মেলেনি, আজকের হামলার মুল পরিকল্পনাকারি কোন দল সেই সাথে কে বা কোন দলের সমর্থকেরা হামলার সুচনা করেছেন।।