তাড়াশে নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও
পথ সভা
স্টাফ রিপোর্টাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় করছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি।
শনিবার বিকাল ৩ ঘটিকার সময় তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাশনিলী গ্রামে গণসংযোগ নিবার্চনী পথসভা করেন এবং সেই সাথে এলাকার সর্বস্তরের জনগণ ও দোকানদের মাঝে নৌকা প্রতীকের পোষ্টার বিতরণ ও কুশল বিনিময় করেন। পথ সভায় নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোফাজ্জাল হোসেনের সভাপত্বিতে,এ সময় উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দস ছামাদ,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনঞ্জিদ কর্মকার,নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ-আব্দুল হাই সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকা প্রতিকে ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান। ।