কাওয়াকোলা ইউনিয়নের রেলকলোনীতে বসবাসরতদের সাথে মতবিনিময়সভা এবং গণসংযোগ
মোঃ মুকুল হোসেন সিরাজগঞ্জঃ সন্ন ৭ জানুয়ারী,-২০২৪ ইং সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে – সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতিক প্রার্থী ড.জান্নাত আরা হেনরী তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে – রেলওয়ে কলোনিতে কাওয়াকোলা ইউনিয়নের বসবাসরতদের ভোটারদের সাথে মতবিনিময় সভা, পথসভা এবং গণসংযোগ করছেন – আওয়ামীলীগের নৌকা প্রতিকের হেবিয়েট পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী – ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
তিনি উক্ত মতবিনিময় সভা, পথসভায় গণসংযোগকালে – জনগণের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তিনিই দেশের বিভিন্ন ধরনের উন্নয়নে অবদান রেখেছেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করছেন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে – নৌকা মার্কায় ভোট চাই । আপনারা ৭ জানুয়ারি-২০২৪ ইং দিন নৌকা মার্কায় ভোট দিন।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের রেলওয়ে কলোনিতে বসবাসরতদের সাথে মতবিনিময়সভা, পথসভা এবং গণসংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন।
ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি এসময়ে তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
নৌকা প্রতিকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আবারো জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমিও সিরাজগঞ্জ সদর-কামারখন্দের মানুষের উন্নয়ন উন্নয়ন এবং আপনাদের সেবা করতে পারবো ইনশাআল্লাহ ।
এসময়ে জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু,সদস্য শামসুজ্জামান আলো সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, সদস্য মোঃ আরিফুল ইসলাম বিটু আরিফুল ইসলাম কামরুল হাসান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জা আলী আকবর, সাধারণ আব্দুল আলীম ভূঁইয়া ইসলাম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোরহাব আলী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,
ইউনিয়নের আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা এবং ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।