নরসিংদীর মনোহরদি’তে গত ১১ জানুয়ারি গোখলা লুলুয়ে’দ্বীন ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র হল’রুমে
ওব্যাট বাংলাদেশ এর সহযোগিতায় ও পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যাগে দুঃস্থ, অসহায় মানুষের মাঝে, গোখলা লুলুয়ে’দ্বীন ইসলামিয়া দাখিল মাদ্রাসা’য়- নরসিংদীস্থ ২০০ শত কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শেখ কনক হাসান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবদুল কাদির মৃধা ও পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন এর সমন্নয়ক, ডেন্টার টেকনোলজিস্ট মো: খলিলুর রহমান, উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান উল্লা মোল্লা – প্রধান শিক্ষক , নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান এ-র শেষে।অতিথি ও আয়োজকরা মানবতার মানবিক সহায়তার জন্য সোহেল আক্তার খান -কান্ট্রি ম্যানেজার, ওব্যাট বাংলাদেশ- স্যারের প্রতি আন্তরিক মোবারক ও কৃতজ্ঞতা স্বীকার করেন।