রাজশাহীর বাগমারায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ মিঠু সরকার রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই চন্ডিপুর গ্রামের জন সাধারনের উদ্যোগে এক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সমবার বিকেলে উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে অত্র এলাকার হাজার নারী পুরুষের ভীড় দেখা যায়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ছোট বড় ২২টি ঘোড়া অংশ নেয়।
এ প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে পৃথক পৃথক ভাবে দৌড় প্রতিযোগীতা হয়। বিজয়ীদের মধ্যে একটি করে ছাগল উপহার দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরদাশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আঃ রফিকুল ইসলাম ( রফিক) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আঃ মতিন প্রভাষক আনিসার রহমান, অধ্যক্ষ শফি কামাল (বাবুল) গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন মোজাফর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মাহাবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডাঃ শহিদুল ইসলাম মাফিজুর রহমান, আঃ হান্নান, শাওন, রুস্তম, ভুট্টু, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম আঃ লতিফ, ইলিয়াস, মিনহাজ শরিফুল ইসলাম আতিকুর রহমান, আব্দুর রশিদ শাকিম সহ অন্যান্যরা।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে কয়েক হাজার দর্শক এ ঘোড় দৌড় প্রতিযোগীতাটি উপভোগ করেন।