কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উল্টো পথে আসা বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জামাল মেম্বার (৬০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে বটতৈল কেএনবি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে সড়ক দূর্ঘটনা ঘটে।জামাল মেম্বার কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সরকার রাইচ মিলের মালিক। সে বল্লভপুর গ্রামের মোশাররফের ছেলে।স্থানীয়রা জানান, কুষ্টিয়া শহরের দিক থেকে উল্টো পথে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকটি এসে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নং রাজবাড়ী ট-১১-০১৬৮।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।