খান আরিফুজ্জামান (নয়ন) স্টাফ রিপোর্টার,খুলনা
খুলনার ডুমুরিয়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ডুমুরিয়া উপজেলা কার্যালয়ের আয়োজনে বসত ভিটায় শাক-সবজি ও ফল -ফলাদি চাষের উপর কেন্দ্রের সুফলভোগী নেত্রীবৃন্দ ও সদস্যদের ২ দিন ব্যাপি অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।২২ ও ২৩ জানুয়ারী(২০২৪ ইং) সোমবার ও মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসেবে ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন তুহিন।এছাড়া আরোও উপস্থিত ছিলেন,ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো: নাইমুর রহমান,উপজেলা ব্যবস্থাপক প্রসেন বিশ্বাস,সিনিয়র মাঠ কর্মকর্তা মো: আদম আলী,মো: তানভীর হোসেন,সুলতানা পারভিন প্রমুখ।