গাজীপুর প্রতিনিধি
গাজীপুর নগরীর গাছা থানাধীন নিলয় হাউজিং প্রকল্পের ১২২ নং প্লটের একটি ঝোপ থেকে মঙ্গলবার সকালে আরমান হোসেন(২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। নিহতের ঘাড়ের পিছনে ধারালো অস্রের আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে ঝোপে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। নগরীর ৩৮ নং ওয়ার্ডের খাইলকুর এলাকার আমির হোসেনের ছোট ছেলে আরমান হােসেন(২০)এর মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী, খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করেন। নিহত আরমান হােসেন(২০) নগরীর “টংগী সরকারী কলেজের” অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী নিহতের পিতা বলেন-আমার ছোট ছেলে আরমান হোসেন(২০) গত ১৪ ই অক্টোবর বিকাল ৩ টায় জয়দেবপুরে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার পর থেকে দুই দিন যাবত তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিলো না। আজ (মঙ্গলবার) সকালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ বিষয়ে গাছা থানার পুলিশ ইনচার্জ বলেন- হয়ে থাকতে পারে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড আইন। অনুযায়ী অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্বে এফ আই আর দায়ের করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই হত্যার রহস্য উৎঘাটন করা হবে এবং আসামীদের খুজে বের করা হবে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠ বিচার ও তদন্ত দাবি করেছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।