মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাগলার মোড় হতে শুরু করে লাড়ুর মোড় পর্যন্ত মোট ৫০০ মিটার ইঈ রোড় (কার্পেটিং) রাস্তার উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার ২৭ জানুয়ারী-২৪ বেলা ১২ ঘটিকায় ৪৯- নওগাঁ ৪-মান্দা আসনের নবনির্বাচিত এমপি জনাব এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার উদ্বোধন করেন।এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান চেয়ারম্যান, ৬ নং মৈনম ইউনিয়ন পরিষদ মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মান্দা উপজেলা শাখা, নূর আলম সিদ্দিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উপজেলা প্রকৌশলীর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কাজী আমিনুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠান এই ৫০০ মিটার রাস্তার কাজ বাস্তবায়ন করবেন এতে মোট ব্যয় ৫৬ লক্ষ টাকা।