Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নড়াইলে উন্নয়ন করার সর্বচ্ছ প্রতিশ্রুতি মাশরাফির নড়াইলে উন্নয়ন করার সর্বচ্ছ প্রতিশ্রুতি মাশরাফির – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

নড়াইলে উন্নয়ন করার সর্বচ্ছ প্রতিশ্রুতি মাশরাফির

নাইম টিটো,লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নাইম টিটো,লোহাগড়া প্রতিনিধি

২য় বার এমপি হয়েই বীরের মতো নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ নিলেন হুইপ মাশরাফী। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন জয়পুরের দলীয় কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা। এর আগে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নেবেন, ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নেব। জনগণ আমার কথা রেখেছেন, সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে আমাকে সংসদের হুইপ মনোনীত করেছেন। এ জন্য এবারে আমার চ্যালেঞ্জ হলো এলাকার উন্নয়নে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করা ও জনগণের পাশে থাকা।
তিনি আরও বলেন, লোহাগড়া পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা খুবই প্রয়োজন। বর্জ্য নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং শহরের রাস্তাঘাট, হাটবাজার, নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সকল কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এ জন্য ধাপেধাপে উল্লিখিত কাজগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং এসব উন্নয়নমূলক কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনা শেষে নিজেকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আমি যখন এলাকার সাধারণ জনগণের সঙ্গে কথা বলব তখন নেতাকর্মীরা পাশে না থেকে যেন তারা জনগণের সাথে কথা বলার জন্য সহযোগিতা করেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর