Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ

“গ্রন্থাগারে বই পড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বই পাঠ প্রতিযোগিতায় ৩ জনকে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৬ জনকে, রচনা প্রতিযোগিতায় ৪ জনকে, উপস্থিত বক্তব্যে ৫ জনকে পুরস্কার এবং সনদ পত্র প্রদান করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায়,
রোববার (৫ ফেব্রুয়ারী-২০২৪) বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত দিবসটি বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ সূচনা করা হয়। এতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় তিনি তার বক্তব্যে বলেন, মননশীল সমাজ বা জাতি গঠনে মূল ভূমিকা রাখে বই পড়ার মাধ্যমে। পাঠ্যপুস্তক পড়াশোনার পাশাপাশি ভালো বই পড়ার চর্চা, উৎসাহ এবং তাগিদ দিতে হবে প্রতিটি পরিবার থেকে। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে পাঠাভ্যাসের পরিবেশ সৃষ্টি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণকে গ্রন্থগার মুখিকরা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজগঠনে সরকারি -বেসরকারি গ্রন্থাগার গুলোর কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকা দৃঢ় করতে হবে। আমাদের সন্তানেরা যেন শুধুমাত্র মোবাইল আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বই মানুষের প্রকৃত বন্ধু, যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানব সত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি করে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করে। কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধন হিসেবে গ্রন্থাগার কাজ করে। তথ্য প্রযুক্তির উৎকর্ষে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হৃাস পাচ্ছে। সে পরিপ্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে ‘জাতীয় গ্রন্থগার দিবস ‘ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে।এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি গণ গ্রন্থাগার, লাইব্রেরিয়ান মাসুমা নাজনীন ।অনুষ্ঠান সঞ্চালনা করেন , লেখক অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল ।অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, সিরাজগঞ্জের বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক পাঠাগারের সভাপতি ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আহসান উল হাবীব স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সিরাজগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা সোলায়মান স্মৃতি পাঠাগারের পরিচালক খুরশিদা খাতুন, রায়গঞ্জ সোনাখাড়া পাবলিক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. শহ্ আলম, সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, তাড়াশ উপজেলার গণপাঠাগারের প্রতিনিধি লেখক, সাংবাদিক কবি হাদিউল হৃদয় প্রমুখ।এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও তত্ত্বাবধানে ছিলেন, সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ সজীব আহম্মেদ, কেয়ারটেকার মোঃ আব্দুল হান্নান , অফিস সহায়ক মোঃ রঞ্জু মিয়া সহ কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন লাইব্রেরী সভাপতি, প্রতিনিধি গণ, পাঠক, অভিভাবক, সুধীজন, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর