Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আসন্ন লোহগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হলেন জননেতা এম এম শরিফুল আলম আসন্ন লোহগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হলেন জননেতা এম এম শরিফুল আলম – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

আসন্ন লোহগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হলেন জননেতা এম এম শরিফুল আলম

নাইম টিটো লোহাগড়া প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

নাইম টিটো লোহাগড়া প্রতিনিধি

আসন্ন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদ জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনপ্রিয় ও জনতার সেবক এম এম শরিফুল আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনসংযোগ করছেন বিভিন্ন ইউনিয়নে এবং সেই সাথে বর্তমান উন্নয়নের ছক এঁকে করেছেন নির্বাচনি এসতেহার।
প্রিয়,
লোহাগড়া উপজেলাবাসী সালাম নিবেন।
আমি জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আসন্ন লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন পেলে চেয়ারম্যান প্রার্থী হতে চাই।
লোহাগড়া উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলায় রুপান্তর করতে চাই। অনেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কিন্তু উন্নয়নের ছোয়া দেখাতে পারেনি। আমাদের যখন একজন মানবিক সাংসদ, জাতীয় সংসদের হুইপ জননেতা মাশরাফী বিন মোর্ত্তজা এমপি আছেন তিনি উন্নয়ন করতে চান কিন্তু আমরা সে সুযোগটাকে কাজে লাগায় না। আমাকে যদি আপনারা সমর্থন করেন, তাহলে নিন্মে উল্লেখিত কাজগুলি করে লোহাগড়া উপজেলাকে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান এই কাতারে শামিল করবো।
১. মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুমুক্ত করবো।
২. সুইমিংপুল, অডিটোরিয়াম, আন্তর্জাতিকমানের ভলিবল কোর্ট, জিমনেসিয়াম করবো।
৩. এথলেটিক্স এর জন্য ভাল প্রশিক্ষকের ব্যবস্থা করবো।
৪. নবগঙ্গা নদীর পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করবো।
৫. লোহাগড়া, লক্ষীপাশা, দিঘলিয়া, এড়েন্দা, নলদী, মিঠাপুর, শিয়রবর ও লাহুড়িয়া বাজারকে মডেল বাজারে রুপান্তর করবো।
৬. লাহুড়িয়া থেকে লক্ষীপাশা, মিঠাপুর থেকে লক্ষীপাশা, মহাজন থেকে লক্ষীপাশা এবং রাধানগর থেকে লক্ষীপাশা রাস্তা প্রসস্ত করবো।
৭. প্রতিটি বাজারে রাতের জন্য আলোর ব্যবস্থা করবো।
৮. প্রতিটি ইউনিয়ন এ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিটি গঠন করবো।
৯. প্রতিটি ইউনিয়ন এ বিট পুলিশ এর জন্য নির্ধারিত স্থান থাকবে, যেখানে জনগণ তার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে। থানায় আসার প্রয়োজন হবে না।
১০. নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবো।
১১. লোহাগড়ার ইতিহাস, ঐতিহ্য ধরে রাখতে কাজ করবো।
১২. বেকারত্ব দুর করার জন্য কাজ করবো।
১৩. প্রতিটি ইউনিয়ন এ জনগণের সুবিধার্থে জনতার মঞ্চ অনুষ্ঠান করবো।
এছাড়াও অনেক কিছু করা সম্ভব হবে, যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। আমি আপনাদের সেবা করার সুযোগ পায়, ইনশাআল্লাহ আপনাদের ভোটের মর্যাদা রাখবো।
আপনাদের দোয়া ও সমর্থনের প্রত্যাশায় রইলাম।
এম এম শরিফুল আলম
সহ-সভাপতি, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ ও
সাবেক চেয়ারম্যান, ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর