মহসিন রেজা, জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার কসবা মান্দায় (ঠাকুর মান্দা) অবস্থিত প্রাচীন প্রসিদ্ধ আধ্যাত্মিক মহিমান্বিত ” শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দিরের “নতুন দর্শন ভবনের” উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন মন্দির কমিটির সন্মানিত প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মাননীয় খাদ্য মন্ত্রী,বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।আজ দুপুরে উপজেলার ঠাকুর মান্দা রঘুনাথ জিউ মন্দিরে পৌঁছালে নির্মাণ কমিটির সদস্যরা মন্ত্রীকে স্বাগত জানান।পরিদর্শন কালে মন্ত্রী নির্মাণাধীন মন্দিরের নির্মাণ কাজের চিত্র তুলে ধরেন।এর পরে মন্ত্রী নির্মাণাধীন মন্দিরের দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী,ঠাকুর মান্দা শ্রী শ্রী রঘুনাথ জীউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু ও আহবায়ক ভবন নির্মাণ কমিটি মনোজিৎ কুমার সরকার সহ মন্দির সংশ্লিষ্ট কমিটির সদস্য,ভক্তবৃন্দ প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।