শনিনার(আজ) বিকেল ৪ টায় কশব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামারসভাপতিত্বে ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নওগাঁ জেলা পরিষদের ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট একে এম ফজলে রাব্বি বকু রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট, সরদার সালাউদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম, প্রতাপ চন্দ্র সরকার, ইউ এল ও ফয়সালসহ অন্যান্য সদস্যরা। ত্রাণ সামগ্রী হিসেবে জন প্রতি ১কেজি চিড়া ১ কেজি মশুরের ডাল, ১ কেজি লবন, হাফ কেজি গুড়, ১ লিটার তেল এবং ১টি ত্রিপল ও ১টি কম্বল দেওয়া হয়।