সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুরে নীরিহ লোকের ভূমিতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভূমি খেকো সন্ত্রাসীদের দেয়াল নির্মাণ, থানা পুলিশের বাধা উপেক্ষিত। ৯৯৯ ফোন দেয়ার পর কাজ বন্ধ। সরেজমিনে জানা যায়, জগন্নাথ পুর উপজেলার খানপুর মৌজার আর,এস,জেএল নং- ২৮৭,আর,এস দাগ নং- ৫৮৪৫, উক্ত ভূমির মালিক ও দুখলকার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির দিলালঘীর পাড়ের আহমদ আবুল কালাম গংরা, উক্ত ভূমিতে এ ইউপির ইছবপুর গ্রামের শাহেদা খাতুন (৪০) তার ভাড়াটে লোক দিয়ে উক্ত ভূমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণ ও মাটি ভরাট করতে গেলে আহমদ আবুল কালাম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। যার পিটিশন মোকদ্দমা নং- ৮৩ / ২০২৪ ইং, তাং- ১৯/০২/২০২৪ ইং, বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে উক্ত ভূমিতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারা জারি করেন। এবং শাহেদাকে পরবর্তী তারিখে আদালতে স্বসরিরে উপস্থিত থাকার আদেশ দেন। গত ২০ ফেব্রুয়ারি মংগল বার জগন্নাথ পুর থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের অন্যায় ও বেআইনি কর্মকাণ্ড বন্ধ করে পক্ষকে আদালত প্রদত্ত ১৪৪ ধারা নোটিশ জারি করেন। এ-সময় পুলিশ জানায় অইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ২৭ ফেব্রুয়ারি মংগল বার সকাল ১০ ঘটিকায় বিবাদী শাহেদা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা আদালত ও পুলিশকে বৃদ্ধাংগুলি প্রদর্শন করে উক্ত ভূমিতে পূনরায় দেয়াল নির্মাণ কাজ শুরু করে। ঘটনাটি জগন্নাথ পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে ওসি জনাব আমিনুল ইসলাম এএসআই নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ার আগেই আগাম সংবাদ পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ চলে যাবার পর এই কুলাংগাররা পূনরায় কাজ শুরু করে দেয়। ততক্ষণে জগন্নাথ পুর ওসিকে বিষয়টি জানালে ওসি জনাব আমিনুল ইসলাম আদালতে অভিযোগ তুলে ধরার পরামর্শ দেন। এরপর বাদী আহমদ আবুল কালাম জাতীয় জরুরী কল সেন্টার ৯৯৯ ত্রিফল নাইনে ফোন দেয়ার পর উবর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বিকাল ৪ টার সময় জগন্নাথ পুর থানাপুলিশ আবার দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেন। এলাকার সচেতন মহলের অভিযোগ আদালত ও পুলিশ অমান্যকারীদের খুটির জোর কোথায়? বাদী পক্ষ ও এলাকা বাসী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।