রায়গঞ্জে স্কুলের টয়লেটের পাইপ ফেটে শিক্ষক ছাত্র ছাত্রী ভোগান্তিতে
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
-
আপডেট সময় :
রবিবার, ৩ মার্চ, ২০২৪
-
৭৭
বার পঠিত
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়ন এর নাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াস ব্লকের কাজ করতে গিয়ে ক্রুটিপূর্ন ও অবহেলায় বিদ্যালয়ের মূল বাথরুম / টয়লেটের মলমূত্রের পাইপ ফাটিয়ে ফেলছেন ওয়াস ব্লকের কাজের লেবাররা। এতে করে উক্ত বিদ্যালয়ের আশপাশে টয়লেটের মলমূত্র ছড়িয়ে দূর্গন্ধে ছাত্র ছাত্রী শিক্ষক সহ আশপাশের বাড়িঘরের জীবন্ত কোনো মানুষ থাকতে পারছে না । এতে ব্যাপক ভোগান্তির স্বীকার হচ্ছে স্থানীয় এলাকার বাসিন্দারা । গত ৩ মার্চ ২০২৪ ইং ঘটনা স্থলে গিয়ে জানা যায়, স্কুলের সকল ছাত্র ছাত্রী শিক্ষক গন বলেন, আমরা গত তিন মাস ধরে কোমলমতি শিশুদের নিয়ে ঠিকমতো ক্লাস রুমে ক্লাস করতে পারছি না এবং দূরগন্ধে ছাত্র ছাত্রীরা ক্লাস রুমে ঠিক মতো থাকছে না । এতে করে শিক্ষাদানে ভয়াবহ ভয়ংকর ভোগান্তির স্বীকার হচ্ছি । টয়লেট বাথরুম ব্যাবহার করতে পারছি না । স্কুলের পার্শ্ববর্তি বাড়িতে গিয়ে বাথরুম টয়লেট এর কাজ করতে হচ্ছে শিক্ষকদের । এবিষয়ে ওয়াসব্লক ঠিকাদার এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন, বিষয় টি আমার লোকজন দ্বারা ঠিক করে দিবো । কিন্তু ঠিক করবে বলে গত তিন মাস পার হলেও এখনো ঠিক করা হয়নি । এদিকে নাড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুলে ১৬ লাখ টাকা ব্যায়ে ওয়াস ব্লকের অধের্ক কাজ করে ঠিকাদার গত তিন মাস ধরে চলে গেছে এবং বাকি কাজ এখনো পড়ে আছে। বিষয় টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর জরুরী কামনা করেন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর