গত ০৫/০৩/২০২৪ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়া এর পরিচালক (উপসচিব) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নওগাঁ জেলার সদর ও মান্দা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় নওগাঁর সদর উপজেলার মেসার্স এবিসি ব্রিকসকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মেসার্স মন্ডল ব্রিকসকে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা ও নওগাঁর মান্দা উপজেলার মেসার্স এএম ব্রিকসকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মেসার্স সীমানা ব্রিকসকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মেসার্স শাপলা ব্রিকস-১ কে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মেসার্স মান্দা ব্রিকসকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থাৎ সর্বমোট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ বিভাগ নওগাঁ ও ফায়ার সার্ভিস নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।