নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে সোমবার সকাল ৮টার থেকে বিকেল ৪টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ৮৫৫ ভোট পেয়ে মোজাহারুল ইসলাম সভাপতি এবং ১ হাজার ২ ভোট পেয়ে আব্দুল মজিদ মন্ডল সম্রাট সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম ১ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। সমিতির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, উজ্জ্বল হোসাইন, সজীবুর রহমান সজিব, গোলাম হোসেন সরদার, জামাল আহমেদ এবং জাকারিয়া।
সংশ্লিষ্ট সুত্র জানায়, জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ২৮০জন। সভাপতি পদে মোজাহারুল ইসলাম ও বাবুল হাসান মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল মজিদ মন্ডল সম্রাট, ফজের আলী সরদার ও জামিনুল ইসলাম। এ ছাড়া সহ-সভাপতি পদে প্রতিদন্দ্বিতা করেন জাহাঙ্গীর আলম ও সাহিন আলম।