নওগাঁর মান্দার কসব ইউনিয়নের চকশিদ্ধ সরি গ্রামে মৃত পাঞ্জাব আলীর ছেলে এরশাদ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে । গত শনিবার (৯মার্চ ২০২৪ খ্রিঃ)বেলা আনুমানিক সাড়ে ১১ টার সময় মান্দা উপজেলার কসব ইউনিয়নেএ ঘটনা ঘটে । এ ঘটনার পর এরশাদ আরী বাদী হয়ে মান্দা থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগ সূত্রে জানা যায়, অনেক দিন যাবৎ আসামীদের সহিৎ আমার বিরোধ চলিতেছে তার পরিপেক্ষিতে হঠাৎ ১,মোঃ আফজাল হোসেন পিতা মৃত তমিজ উদ্দীন ২,মোঃ ছাব্বির হোসেন পিতা আফজাল হোসেন ৩,সামসুল পিতা মৃত তমিজ উদ্দীন ৪,সাইদুল ইসলাম পিতা সুলেমান মৃধা ৫,আব্দুর রশিদ পিতা ছায়ের আলী সাং তুলশিরামপুর ৬,বাদলা প্রামানিক পিতা মৃত ছমির উদ্দীন শুটকিবাদাল ৭,মোঃ সাবাব প্রামানিক পিতা মৃত আবু জামান গ্রাম এলাঙ্গা সর্ব থানা মান্দা জেলা নওগাঁ। জমি জোরপূর্বক জমি দখল করে । এরশাদ আলি জানান ,জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া আমাকে উপরক্ত আসামীগন শনিবার সকালে ৮ থেকে ৯ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এমত অবস্হায় আমি নিষেধ করিলে ৩ নংআসামী বাড়িতে থাকা আমার ছোট ভাইয়ের স্ত্রী মধুমালাকে এলো পাথারী ভাবে মারধর করে। এতে বাম বাহুতে লাগিয়া জখম হয় উক্ত সময় ৪নং আসামী আগিয়া মধুমালাকে শ্রীলতাহানী ঘটায়। ১ নং আসামী গন আমার (এরশাদ) তুশকের নিচ থেকে নগদ ১০,৫০০ টাকা নিয়ে নেয় উক্ত সময় ১ নং ২নং৩নংআসামী গন অগ্নি সংযোগ করিয়া সয়ন কক্ষ পুড়িয়া ছাই করিয়া দেয় । আমার ঘরে থাকা একটি ঘাট একটি আরনা সহ সকল আসবাবপত্র পড়ে ছাই হয় এতে আমার প্রায় আনুমানিক ১,৫০,০০০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুড়ে এসে আমারদের উদ্ধার করেন । এ ব্যাপারে মান্দা থানার ওসি মােজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।