বর্তমানে কেউ কাউকে সম্মান দিতে চায়না! সবাই ক্ষমতার অপব্যাবহার করতে চায়! সবাই পদপদবির জন্য লড়াই করতে চায়! প্রথমে যেকোনোভাবে একটা পদপদবির ব্যবস্থা করে! তারপর শুরু করে অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার! আর তাঁদের এ অত্যাচারের বলি হয়, দেশের সাধারণ জনগন! পরিবারের একজনের পদপদবি থাকলেই হয়! ১৪ দুই গুনে ২৮ গোষ্ঠী ক্ষমতা দেখায়! বর্তমানে-সাবেক কমিটির পদপদবি! বর্তমান কমিটির পদপদবি!ভবিষৎতে হবে এমন কমিটির পদপদবি! বিভিন্ন সংগঠনের পদপদবি! স্কুলের কমিটির পদপদবি! কলেজের কমিটির পদপদবি! ভার্সিটির কমিটির পদপদবি! বাজার কমিটির পদপদবি! মার্কেট কমিটির পদপদবি! দলীও দলের রাজনীতিক কমিটির পদপদবি! বিরোধী দলিও দলের রাজনীতি কমিটির পদপদবি! আরো এমন অনেক সংগঠন আছে! তারা বিভিন্ন ভাবে,ভিন্ন ভিন্ন পদ নিয়ে ক্ষমতা দেখাচ্ছে! আবার এই কমিটির কর্মীরা ও ক্ষমতা দেখাচ্ছে!ক্ষমতার বলয়ে ধর্শন করেও পার পেয়ে যাচ্ছে! ক্ষমতার বলয়ে হত্যা করার সাহস পাচ্ছে! ক্ষমতার বলয়ে জায়গা জমি দখল করে নিয়ে যাচ্ছে! ক্ষমতার বলয়ে জায়গায় জায়গায় চাঁদা আদায় করা হচ্ছে! ক্ষমতার বলয়ে দিনমজুরদের মজুরি কম প্রদান করা হচ্ছে! ক্ষমতার বলয়ে বিভিন্ন অশ্লীল নগরী ঘরে তুলছে! ক্ষমতার বলয়ে টাকার বিনিময়ে নারীদের নিয়ে রঙ্গতামাশায় মেতে উঠছে! ক্ষমতার বলয়ে জোর করে বিভিন্ন সেন্ডিকেট করে জিনিস পত্রের দাম অস্তিশীল করা হচ্ছে! এই এত এত পদের ক্ষমতার ভিড়ে জনগণ আজ নিরুপায়! দেশের জনগণ দেশের যেকোনো একটা সুবিধা নিজের ইচ্ছায় ভোগ করতে পারেনা! কারো না কারো কাছে গিয়ে সাহায্য নিয়ে কাজ উদ্ধার করতে হয়! দেশের যত সুবিধা আছে, সবই ওই পদপদবি ওয়ালারা দখল করে আছে! সব সুবিধা তারা ভোগ করতেছে! দেশের জনগন শান্তি চায়! দেশের জনগন সুস্থ পরিবেশ নিয়ে বেঁচে থাকতে চায়! ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের মানুষ, মুক্ত বাংলায়-স্বাধীন ভাবে বেঁচে থাকতে চায়!